Illustration for article titled বোমার শব্দে হেসে ওঠা ৩ বছরের সেই সিরীয় শিশু এখন তুরস্কে

ছবি: সংগৃহীত

বিমান থেকে পড়া বোমার বিকট শব্দে ভয় না পেয়ে বরং অট্টহাসি ও হাততালি দিচ্ছে একটি শিশু। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছিলো ইন্টারনেটে এবং ব্যাপক সাড়াও ফেলেছিলো সেটি। সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান হামলায় যেন সে আতঙ্কিত হয়ে না পড়ে, একারণে তার বাবা তাকে শিখিয়েছিলো বোমা বিস্ফোরণের শব্দে না ভয় না পেয়ে সেটিকে উপভোগ করতে।

দেশটির যুদ্ধবিধ্বস্ত প্রদেশ ইদলিবের বাসিন্দা ৩ বছরের সেই শিশু সালওয়া ও তার পরিবারকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে তাদের আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক। আরো পড়ুন

Advertisement

Share This Story

Get our newsletter