Illustration for article titled গবেষণা: নিয়মিত দুধ পানে ক্যান্সারের ঝুঁকি!

দুধ পান

দৈহিক সুস্থতায় দুধ খুবই উপকারী। তাইতো ছোট-বড় সবাই নিয়মিত দুধ পান করে থাকেন। তাছাড়া দুধ দেহে শক্তি যোগায় ও হাড় মজবুত করে। একটু বয়স বাড়লেই হাড় ক্ষয়ের সমস্যায় ভুগেন অনেকেই। এতে বেশিরভাগ নারীরা ভুগে থাকেন।

তাইতো হাড় ক্ষয়রোধে শরীরে ক্যালসিয়ামের জোগান দিতে দুধকেই নিরাপদ মনে করেন সবাই। এমনকি বিশেষজ্ঞরাও নারীদের প্রতিদিন অন্তত এককাপ করে দুধ খেতে পরামর্শ দেন। কিন্ত গবেষণা বলছে ভিন্ন কথা !

Advertisement

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুধ পান করা নারীদের জন্য বিপদের কারণ হতে পারে। প্রতিদিন দুধ পানে নারীর ক্ষেত্রে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় বলে গবেষণায় প্রমাণ মিলেছে। আরো পড়ুন

Share This Story

Get our newsletter